রিয়াজুল করিম রিজভী
বিশেষ প্রতিনিধি
১৭ ই নভেম্বর চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় ষোলশহর রেলওয়ে স্টেশন এর আসেপাশে অবস্থানরত গরিব অসহায় ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে থেকে ১০০০ পরিবার এর একটি তালিকা তৈরি করে। তারা নির্ধারিত এই এক হাজার পরিবার এর কাছে একটি করে গ্রাহক টিকেট পৌঁছে দেয়।
১৯ ই নভেম্বর বৃহস্পতিবার ষোলশহর রেলস্টেশনে অভিযাত্রিক ফাউন্ডেশন ও এক টাকায় শিক্ষা সংগঠনের যৌথ উদ্যোগে বিনা পয়সার বাজার প্রজেক্টের প্রোগ্রাম পরিচালিত হয়। তারা ৩৫ জন সেচ্চাসেবক নিয়ে সকাল ৬ টা থেকে কাজ করে গিয়েছেন।সকাল ৯ ঘটিকা থেকে তাদের বিনা পয়সার বাজার প্রজেক্ট এর সবজি বিতরণ শুরু করেন।
ধারাবাহিক ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা তাদের উক্ত কার্যকম চালিয়ে যান। উক্ত কার্যকম এ তারা মোট ১০০০ পরিবার এর মাঝেই সবজি গুলো বিতরণ করেন। অভিযাত্রীক ফাউন্ডেশন এর সদস্যদের সাথে কথা বলে যানা যায়।তারা এই বিনা পয়সার বাজার প্রজেক্টি দীর্ঘ সময় ধরে পরিচালনা করে আসছেন।

