পটিয়া পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করবেন জাহাঙ্গীর আলম চৌধুরী





সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ

আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে   মনোনয়ন প্রত্যাশী   বিশিষ্ট  ব্যাবসায়ি সমাজ সেবক  মোঃ জাহাঙ্গীর  আলম  চৌধুরী । তরুণ  উদীয়মান  যুবনেতা  মুুহাম্মদ জাহাাঙ্গীর চৌধুরী ইতিিিমধ্যে এলাকায় গনসংযোগ শুরু করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত। তার পরিচ্ছন্ন রাজনীতি, মানুষের প্রতি সহানুভূতি, বিপদে আপদে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার নবীন-প্রবীণ সবার কাছে জনপ্রিয়  হয়ে  উঠেছেন। মোহাম্মদ  জাহাঙ্গীর  আলম চৌধুরী  পটিয়া পৌর সদরের ৬  ওয়ার্ডের নির্বাচন  করার বিষয়টি  এ প্রতিবেদকের কাছে  নিশ্চিত করেন। একান্ত সাক্ষাতকারে বলেন, কাউন্সিলর হিসেবে যদি তিনি নির্বাচন করে বিজয়ী হলে মবীন-প্রবীণদের সমন্বয়ে ৬ নং ওয়ার্ডকে একটি আদর্শ  মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলার ঘোাাষণা দেন। ৬ নং   ওয়ার্ডকে তিনি সবার সহযোগিতায় উন্নয়ন  কাজ এগিয়ে  নেওয়ার শতভাগ আশাবাদী। এছাড়াও  তিনি  সকলের মতামতের এলাকার  উন্নয়নের ভুমিকা  রাখার আহবান  জানিয়ে বলেন,  ধনী, মধ্যবিত্ত, গরীব তিন ক্যাটাগরীতে ভাগ করে গরীব ও মধ্যবিত্তদের জীবনযাত্রার মান উন্নয়নে উপর্যোপরি পদক্ষেপ গ্রহণ করবেন। ৬ নং  ওয়ার্ডকে সকল অপরাধ  মুক্ত  করবেন বলে জানান । মোহাম্মদ  জাহাঙ্গীর  আলম চৌধুরী  বলেন উন্নয়নের ধারা অব্যহত রাখতে  তিনি  আগামী  পটিয়া  পৌরসভা নির্বাচনে  অংশ  নেবেন। ৬ নং ওয়ার্ড  এলাকার সবাই মিলেমিশে থাকবেন এবং তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সকল অপরাধ  কর্মকান্ড মুক্ত করে সাধারণ  জনগণের সেবা নিশ্চিত করতে তিনি প্রার্থী হবেন। মোহাম্মদ  জাহাঙ্গীর  আলম  চৌধুরী  একজন সফল ব্যাবসায়ি দীর্ঘদিন তিনি  ঐ এলাকার লোকজনের খোঁজ খবর রাখেন । তিনি বলেন, আল্লাহর রহমতে আমি নির্বাচন করে বিজয়ী হলে মানুষের সুখে  দুঃখে পাশে থাকার ঘোষণা দেন এর জন্য  তিনি  সকলের সহযোগিতা ও দোয়া ও আশীর্বাদ কামনা  করেন। 



সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি 

পটিয়া  চট্টগ্রাম 

০১৮১৯৩৪৯৪৪২

১১/১২/২০
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.