সাদ্দাম হোসেন মুন্না নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার
‘পরিচ্ছন্ন বাংলাদেশর স্বপ্ন’এই স্লোগান নিয়ে বিডি ক্লিন নারায়ণগঞ্জ সদর শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড এলাকায় যাত্রা শুরু হয়েছে।শুক্রবার(১১ ডিসেম্বর)সকাল মৌচাক থেকে রহিম মার্কেট পর্যন্ত যাত্রা শুরু করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন রবিন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আবু বকর সিদ্দিক(আবুল) সভাপতি ২নং ওয়ার্ড শান্তি সংগঠন ও সাধারন সম্পাদক ২নং ওয়ার্ড ব্যাক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক কমিটি,উদ্যোক্তা নোটারীয়ান ডাঃ আল ওয়াজেদুর রহমান, সমন্বয়ক নারায়ণণগঞ্জ জেলা শাখার এস এম বিজয়, সহকারী সমন্বয়ক নারায়ণণগঞ্জ জেলা শাখার মোঃ রাসেল মাহমুদ,
এই সময় মোঃ আবু বকর সিদ্দিক(আবুল) বলেন পরিস্কার পরিচ্ছন্ন নিজে থেকেই শুরু করতে হবে,সবাই এক সাথে এগিয়ে আসবো পরিবেশ পরিচ্ছন্ন রাখবো।নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে,তবেই সুন্দর থাকবে আমাদের চারপাশ। বাড়ী আমার গাড়ী আমার রাখছি পরিস্কার নোরা করছি দেশের মাটি দেশটি তবে কার এই দেশ আমার এই শহর আমার।তিনি আরো বলেন আসুন আমারা সবাই মিলে ২নং ওয়ার্ড কে পরিস্কার পরিচ্ছন্ন রাখি মানুষ তো চিরদিন বেঁচে থাকে না মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যোমে ও মানুষের সেবার মাধ্যোমে।আমি ২ নং ওয়ার্ড বাসীকে সেবা করে যেতে চাই বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিকসংগঠন,সারফরহিউম্যানিটি,মাহমুদপুরসোনালী সংসদ,মাঝরাঙ্গা খেলা ঘর আসর,সেবা সংঘ,মিজমিজি আল ইসলা যুব সংঘ,সিদ্ধিরগঞ্জ সূর্য তরুন সমাজ সংগঠন।নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন রবিন সবাইকে সপথ বাক্য পাঠ করান।

