জাতীয় জরুরি সেবা-999 এর জন্য আলাদা গাড়ি



সুৃমনসেন 

আজ ২৪ নভেম্বর, ২০২০ তারিখ মঙ্গলবার দুপুর ১২:৩০ টায় বগুড়া জেলা পুলিশের জাতীয় জরুরি সেবা-999 এর জন্য নির্ধারিত তিনটি পিকআপ ভ্যান উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ। এ সময় পুলিশ সুপার, বগুড়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর চালু হওয়া 999 এর বিপুল জনপ্রিয়তার কারণে জেলা পুলিশ সীমিত যানবাহন নিয়ে যখন হিমশিম খাচ্ছিল তখন পুলিশ সুপার, বগুড়া রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশনায় নিজস্ব উদ্যোগে তিনটি গাড়ি সংগ্রহ করেন। এ গাড়িগুলো জেলার বিভিন্ন এলাকায় 999 থেকে আসা কলগুলোকে সেবা প্রদান করবে।
উল্লেখ্য 999 এর জন্য আলাদা গাড়ি বগুড়া জেলাতেই প্রথম চালু করা হলো। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য সম্মানিত আইজিপি স্যারের নির্দেশনার আলোকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছেে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.