কালিয়াকৈর দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র



পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে শনিবার সকালে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর পৌর  মেয়র মজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়েন মাঠ প্রাঙ্গনে ১ থেকে ৯ নং ওয়ার্ডবাসীর মাঝে এক যোগে ৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, কালিয়াকৈর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর-রশিদ,যুব দলের সভাপতি হযরত আলী মিলন, পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন, ২নং ওয়ান্ড কাউন্সির ফারুক হোসেন প্রমুখ। 
মেয়র মজিবুর রহমান বক্তৃতায়  বলেন, শীতের শুরুতেই আমার ব্যক্তিগত উদ্যোগে  পৌরসভার পাঁচ হাজার পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে সরকারিভাবে শীতবস্ত্র আসলে সেগুলো আপনাদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া দেশে এখনো করোনার ভাইরাসের  প্রভাব রয়েছে এ কারণে এখনও মানুষগুলো অসহায় ভাবে জীবন-যাপন করছে। তাই যাতে করে আমার দরিদ্র  পৌরবাসী কিছুটা শীতের হাত থেকে রক্ষা পায়। সেই উদ্দেশ্যই আমার ব্যক্তিগত তহবিল থেকে হত-দরিদ্র, দুস্থ-অসহায়, নি¤œ আয়ের শ্রমিকসহ ১ শ্রেণীর দরিদ্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষক হাসেম, শিক্ষক আনন্দকুমার, নাছির খন্দকারসহ ২নং ওয়ার্ডবাসী।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.