মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার//
টঙ্গীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ভূঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে টঙ্গীর আই আর আই মিলনায়তনে এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ট্রাসেন্টর সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: শহীদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. মো: আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: ওসমান আলী, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ কাজী মোহাম্মদ সেলিম, ডাক্তার জালাল আহমেদ, দৈনিক গণমুখের সম্পাদক আমজাদ হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রজব আলী, কাউন্সিলর হামিদা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এড. শওকত আলী, সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, শ্রমিক নেতা মফিজুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান সুমন, টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল হুমায়ুন হিমু, সাংবাদিক আতাউর রহমান, আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা এম এম নাসির উদ্দিন, মুকুল সরকার, কামরুজ্জামান হেলাল প্রমুখ।
আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভানেত্রী বেগম শামসুন নাহার ভূঁইয়া বক্তব্যে বলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ভূঁইয়া একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকাসহ মুক্তিযুদ্ধের একজন সাহসী যুদ্ধা হয়ে সরাসরি যুদ্ধ করেছেন। টঙ্গীতে রশিদ ভূঁইয়াই একমাত্র মুক্তিযোদ্ধা। যিনি ২৫ শে মার্চের গণহত্যার মধ্য দিয়ে সূচনা হওয়া মহান মুক্তিযুদ্ধের গেরিলাবাহিনীর অগ্রণী বিশেষ টিম ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে মেজর হায়দারের তত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে এপ্রিল মাসে ঢাকায় ফিরে আসনে এবং সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ধ্বংসের অপারেশনে অংশগ্রহণ করে। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ভূঁইয়া ১৯৪৭ সালের পহেলা জানুয়ারী গাজীপুর জেলার টঙ্গী থানাধীন নোয়াগাঁও গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ৮ নভেম্বর ২০১৩ নিরহংকারী সদালাপী বিপ্লবী চেতনার মহান এই ব্যক্তিত্ব ৬৭ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এড. আজমত উল্লা খান বলেন, একজন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ভূঁইয়া ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি একজন নিষ্ঠাবান নেতা। একজন আদর্শবান রাজনীতিক, সাহসী শ্রমিক সংগঠক, অকুতভয় একজন সাহসী মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একজন প্রকৃত নি:শ^ার্থ সমাজসেবী হিসেবে রশিদ ভূঁইয়া আমৃত্যু গণমানুষের পাশে ছিলেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার বলেন, বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশিদ ভূঁইয়া ছিলেন নিখাঁদ নিরেট আপোষহীন আদর্শবান একজন রাজনীতিবিদ। সকল লোভ লালসাকে তিনি জয় করে গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। পরে মরহুম আব্দুর রশিদ ভূঁয়াসহ আহসান উল্লাহ মাস্টার, জাতীয় নেতাদের জন্য দোয়া করা হয়। এছাড়াও মন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার সহধর্মীনি খাদিজা রাসেল এর সুস্বাস্থ্য কামনায় দোয়া হয়।

