স্টাফ রিপোর্টার//
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এসআই আবুল হাসানের নেতৃত্ব অপহরণ কারীর দুই সদস্য কে আটক করতে সক্ষম হয় টঙ্গী পরে থানা পুলিশ।
গত কাল শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা পেশাদার অপহরণ কারী ও ছিনতাইকারী, মাদক সেবন কারী। তাদের নামে টঙ্গী পশ্চিম থানায় করা হয়। মামলা নং 15(11)20 ধারা--364/385/386/34 প্যানেল কোড, মামলার ঘটনা ঘটাইবার 3 ঘন্টার মধ্যে দুইজন পেশাদার অপহরণকারী 1, মোঃ মিরাজ (25) 2, মোঃ মানিক(24) দের গতরাতে গাছা থানাধীন পাছর তালের মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার। মামলার ভিকটিম সোহাগকে অসুস্থ অবস্থায় উদ্ধার পূর্বক হাসপাতালে ভর্তি করা ও ভিকটিমের আত্মীয় স্বজনদের নিকট থেকে মুক্তিপণের 10500 টাকা ও লুণ্ঠিত দুইটি মোবাইল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

