বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিলন মাহমুদ, (বিপিএম-বার) মহোদয়ের সভাপত্বিতে অক্টোবর মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়



সুমনসেন টট্টগ্রাম প্রতিনিধি-


গত ১৯/১১/২০২০ ইং তারিখে বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিলন মাহমুদ, (বিপিএম-বার) মহোদয়ের সভাপত্বিতে অক্টোবর মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
 উক্ত অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিঃরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) অলক বিশ্বাস,  কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইয়াসিন আরাফাত এবং বন্দর জোনের সকল থানার অফিসার ইনর্চাজ ও পুলিশ পরিদর্শক তদন্ত সহ সকল ফাড়িঁর ইনর্চাজবৃন্দ। উক্ত আলোচনা সভায় সকল থানা ও ফাড়িঁ মাসিক পারফরম্যান্স ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয় সকল থানা ও ফাড়িঁ অফিসার ইনর্চাজদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.