টঙ্গী র্সোড ব্লেড কারখানার শ্রমিক সিবিএ’র সভাপতি শাহ আলম দুর্নীতির দায়ে চাকরিচ্যুত



টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি. কারখানার দক্ষ কারিগর ও সিবিএ’র সভাপতি শাহ আলমকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে অর্থ উপার্জন, কর্মকর্তাদের মারধর, আত্মীয়করণ, কারখানার শৃংঙ্খলাভঙ্গ ও অনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কারখানার উৎপাদন বন্ধ করার দায়ে গত ১১ নভেম্বর (স্মারক নং-বিবিএলিঃ/প্রশাসন৬৪/২০২০/১৬৫) মূলে চাকুরি থেকে তাকে অবসান (টার্মিনেশন) করা হয়েছে। এখবর কারখানায় জানাজানি হলে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন। 
কারখানা প্রশাসনিক কর্মকর্তা সোহেল আহাম্মেদ জানান, বাংলাদেশ ব্লেড কারখানা প্রতিষ্ঠার পর থেকেই সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ব্লেড কারখানার সিবিএ সভাপতি হিসেবে দায়িত্ব নেন বিএনপি পরিবারের সদস্য শ্রমিকদল নেতা মৃত-আবু তাহের। সিবিএ সভাপতির দায়িত্ব গ্রহণ করেই তিনি অবৈধ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্লেড কারখানার শ্রমিক কর্মচারি নিয়োগ ও টেন্ডার বাণিজ্য তার দখল নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এরই ধারাবাহিকতায় আত্মীয়-স্বজনসহ তারই আপন ছোট ভাই শাহ আলমকে গাজীপুরের ধীরাশ্রম এলাকার জি.কে আর্দশ হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশের জাল সনদ দিয়ে শ্রমিক হিসেবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পর পিছনে তাকাতে হয়নি শাহ আলমের। অল্প সময়ের মধ্যে সিবিএ’র সভাপতির পথটি বাগিয়ে নেন তিনি। সভাপতি হিসেবে ২০১১ সালে দায়িত্ব নেয়ার পরই শাহ আলম টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এসব অপকর্মের প্রতিবাদ করায় সে কারখানার উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকসহ অনেকেই তার রোষানলে পড়েন। এঘটনায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে (বিএসইসি) তার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ দায়ের করা হয়। শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ  দিয়ে কোন প্রতিকার না পেয়ে একপর্যায়ে তার অত্যাচারে অতিষ্ট শ্রমিক ও কর্মচারিগণ টঙ্গী প্রেসক্লাবে তাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটিকে সিবিএ’র সভাপতি (দক্ষ কারিগর) শাহ আলমের হাত থেকে রক্ষার জন্য লিখিত আবেদন জানান। পরে বিভিন্ন জাতীয় দৈনিকে ফলাও করে তার দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়। পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে তদন্তে নামে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনসহ বিভিন্ন সংস্থা। তদন্তে শাহ আলমের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রমানিত হওয়ায় কারখানা কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।
এব্যাপারে টঙ্গী ব্লেড কারখানার চাকরিচ্যুত সিবিএ সভাপতি শাহ আলম বলেন, আমি টার্মিনেশনের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করবো। 
#
তারিখ: ১৪-১১-২০২০
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.