ওসমান গনি
স্মাইল প্রকল্প, কারিতাস চট্টগ্রাম অঞ্চল মাদারবাড়ি ড্রপ ইন সেন্টার ইয়ুথ ফোরামের উদ্যোগে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, শাহ আমানত মার্কেটে আজ শনিবার মাদক প্রতিরোধে যুব সমাজের ভূমিকা বিষয়ক নাটক পরিবেশন করা হয়।
পথ নাটকটি মূলত পরিবেশন করা হয় মাদকের উপর ভিত্তি করে। যদিও এই নাটকে মাদক ছাড়াও ইভটিজিং, বাল্যবিবাহ, ছিনতাই, নারী নির্যাতন সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। তৃর্নমূল মানুষদের মাদক প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই পথ নাটক পরিবেশন করা হয়। নাটকগুলো এলাকার দুই শতাধিক নারী, পুরুষ, কিশোর-কিশোরী উপভোগ করেন।
মাদারবাড়ি ডি.আই.সি ইনচার্জ সুরেশ দাশের সভাপতিত্বে মাদকের কুফল ও অভিভাবকের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন স্মাইল প্রকল্পের জে.পি.ও দেবব্রত পাল, আউট্রিচ অফিসার জোসেফ এলেন রোজারিও।
পঁচিশ মিনিটের এই সচেতনতামূলক নাটিকাটি বিকাল তিনটায় প্রদর্শন করা হয়। এতে অভিনয় করেন ইয়ুথ ফোরাম সদস্য মোঃ সোহেল রানা, রিদুয়ান, ফাতেমা, অভি, তপু, ফয়সাল, শাহিন, তোফায়েল, শিরিন ১, শিরিন ২, ফারজানা।
নাটিকা শেষে সকলকে মাদক প্রতিরোধে একটি শপথ বাক্য পাঠ করানো হয়। এতে সবাই মাদক থেকে দূরে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করেন।

