পটিয়ায় পৌর কিচেন মার্কেট উদ্বোধনে হুইপ শামসুল হক চৌধুরী - সম্বিত উন্নয়নে একযোগে কাজ করতে হবে




সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- বিশ্বব্যাংকের অর্থে নির্মিত হয়েছে আধুনিক পৌর কিচেন মার্কেট। চারতলা বিশিষ্ট ৬২ হাজার বর্গফুটের এ মার্কেট নির্মাণে পটিয়া পৌরবাসী ও উপজেলাবাসী দিনরাত বাজার ব্যবস্থার সুযোগ পাবেন। আধুনিক এ মার্কেটে কয়েকটি সিড়ি ও লিফট রয়েছে। পরবর্তীতে এটি ছয়তলা পর্যন্ত বর্ধিত করা হবে। ১৪ নভেম্বর  

 শনিবার  দুপুর ১২ টার দিকে পটিয়া   আধুনিক পৌর কিচেন মার্কেটের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, আমি কোন দুর্নীতি করিনি। পটিয়ায় গত ১২ বছরে আমি এক বিন্দু জমিও ক্রয় করিনি। আমি যদি অসৎ হতাম, তাহলে পটিয়ার প্রশাসনের সব জায়গায় ঘুষ নেয়ার সুযোগ থাকতো। কিন্তু পটিয়ার জনগণ সহজেই প্রশাসনিকসহ সব ধরনের সেবা পাচ্ছেন ঘুষ ও হয়রানি ছাড়াই। তাই সকলকে সততার সাথে কাজ করার আহব্বান জানাই।

উদ্বোধন শেষে পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক. ম শামসুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, পটিয়া সহকারী কমিশনার (ভ‚মি) ইনামুল হাসান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পৌরসভা দক্ষিণ জেলা ছাএলীগের সাবেক সভাপতি  মোঃ আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হায়দার, পটিয়া পৌরভার ১ নং ওয়ার্ড  কাউন্সিলর আবদুল খালেক, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর , আবু সৈয়দ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর   গোফরান রানা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর  শেখ সাইফুল ইসলাম,  ২ নং ওয়ার্ড কাউন্সিলর   ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন,  ৭ নং ওয়ার্ড কাউন্সিলর   মো. কামাল উদ্দিন বেলাল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ  শফিউল আলম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম.  খোরশেদ গণি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর   আবদুল মান্নান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪-৫-৬  ইয়াছমিন আকতার চৌধুরী,  সংরক্ষিত মহিলা  কাউন্সিলর১-২-৩  বুলবুল আকতার,৭-৮-৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর  ফেরদৌস বেগম, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী প্রমুখ।  



সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি 

পটিয়া চট্টগ্রাম

০১৮১৯৩৪৯৪৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.