মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌর মেয়র ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সার্বিক তত্ত্বাবধনে পৌর এলাকার পশ্চিম গাইলকাটা কামরুজ্জামানের বাড়ী হইতে শহিদ মিয়ার বাড়ী পর্যন্ত সিসি রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ৫ নং ওয়ার্ডের কমিশনার মো. গোলাম কিবরিয়া ও পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মো. জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব কারার দিদারুল মতিন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কাজী রায়াত এর ঠিকাদার কাজী মো. রফিকুল ইসলাম, মেসার্স বীথি এন্টারপ্রাইজ এর ঠিকাদার মো. বদিউল আলম নাঈম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

