আজ সেই ভায়াল ১৫ই নভেম্বর, যে নামটি শরনখোলাবাসীর জন্য আতংক



সাব্বির হোসেন, শরনখোলা প্রতিনিধি ঃ

আজ ভায়াল ১৫ নভেম্বর সিডর দিবস। সুপার সাইক্লোন সিডরের ১৩ বছরেও বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা বাসীর প্রাণের দাবী টেকসই বেরীবাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। ৩ বছর মেয়াদের এ বেরিবাঁধ প্রকল্প ২০২১ সালের জুন পর্যন্ত আরো এক বছর বৃদ্ধি করে কাজের মেয়াদ ৩ দফা বাড়ানো হয়েছে। মেগা বাজেটের বেরিবাঁধে নদী শাসনের ব্যবস্থা না থাকায় নির্মানাধীন বাঁধ নদীতে বিলীনের আশংকা করা হচ্ছে ।

বলেশ্বরনদী সংলগ্ন বগী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রুস্তুম আলী বলেন, বলেশ্বর নদে ওয়াপদা বেরিঁবাধ ভেঙ্গে যাওয়ায় ঘূর্ণীঝড় সৃষ্টি হলে আমরা আতংকে থাকি। সিডরের ১৩ বছরেও টেকসই বেরিঁবাধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, নদী শাসন ছাড়া বেরীবাধ নির্মীত হলে তা পানিতে ভেসে যাবে।

যা জনসাধারনের কোন কাজে আসবেনা। ইতোমধ্যে সাউথখালীর গাবতলা ও বগী এলাকায় নতুন ওয়াপদা বেরীবাধ নির্মাণের স্থানে আকস্মিকভাবে কয়েক দফা শত শত মিটার এলাকা জুড়ে সিসি বøক সহ বাঁধ বলেশ্বর নদীতে বিলীন হয়েছে। এতে মানুষের মধ্যে আতংক দেখা দেওয়ায় নদী শাসনের বিষয়টি খুবই জোরালো হয়ে উঠেছে ।

এ ব্যপারে উপকূলীয় বেরিঁবাধ উন্নয়ন প্রকল্পের (সি ই আই পি) খুলনার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম বলেন, বগী এলাকায় বলেশ্বর নদীর ভাঙ্গনের তীব্রতায় নতুন করে ডিজাইন ও জমি অধিগ্রহনের জন্য প্রকল্পের কাজের মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত আরো এক বছর বাড়ানো হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩’শ কোটি টাকা ব্যায়ে সি.এইচ.ডবিøউ,ই নামে চাইনিজ একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৬ সালের ২৬ জানুয়ারী থেকে ৩৫/১ পোল্ডারের ৬৩.২ কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধ নির্মাণের কাজ শুরু করেন এবং ৩৫/১ পোল্ডারে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে ।

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের সৃষ্ট জলোচ্ছাসে শরণখোলা উপজেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শরণখোলায় সহ¯্রাধিক মানুষের প্রানহানী ঘটে। হাজার হাজার বাড়ীঘর ও গাছ পালা বিধস্ত হয়। ধসে যায় মাইলের পর মাইল ওয়াপদা বেরিঁবাধ। পরবর্তীতে উপজেলাবাসীর পক্ষ থেকে আধুনিক, টেকসই ও উঁচু বেরিবাঁধ নির্মাণের দাবী ওঠে। পরবর্তীতে বাস্তবতা উপলদ্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণখোলা মোড়েলগঞ্জ
বাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষায় টেকসই বেরিবাঁধ নির্মাণের নির্দেশ দেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.