নিউজ ডেস্ক
গাজীপুরের পুবাইল বাঁধন বাজারের সংলগ্নে মেঘলা শুটিং স্পট এবং আকাশ বিলায় বেশ কয়েকদিন যাবৎ চলছে এটিএন বাংলার বহুল আলোচিত ক্রাইম পেট্রোল এর শুটিং, শুটিংয়ের দেখা গেছে গাজীপুর টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার এসি আশরাফ ইসলাম সাহেব কে, তার সাথে কথা বলে জানা যায় এই পর্বে কাজ করছেন দুটি কিশোরীর লাশ উদ্ধার কে কেন্দ্র করে, তিনি জানান এই ক্রাইম পেট্রোল দেখে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়বে, আর অপরাধীরা জানবে ,অপরাধ যেই করুক, তা কখনো লুকানো থাকে না, রাতের আধারে হোক, গোপনে হোক, যেভাবেই যে অন্যায় করুক না কেন, তা খুঁজে বের করবে প্রশাসন।
এই চিন্তা ধারণায় কে কেন্দ্র করে, ওয়াজেদ আলী বাবলুর রচনায়, এসি আশরাফুল ইসলামের পরিচালনায়, প্রতি শনিবার ৭ টা ৫০ মিনিটে প্রচারিত হচ্ছে ক্রাইম পেট্রোল, পূর্ণ প্রচার দেখানো হয় রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে, এই অনুষ্ঠানটি প্রচার করছে ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল খুশবু টিভিতেও, এবং হিন্দিতে প্রচারিত হয় মনোরঞ্জন টেলিভিশনে, জনপ্রিয় ক্রাইম পেট্রোল অভিনয় করছেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার এসি আশরাফুল ইসলাম,রিপন, নান্নু মাহমুদ, লাজুক, তমা ইসলাম, মনোয়র হোসেন মিন্টু, তারেকুল ইসলাম তারেক, রাতুল, সরোয়ার হোসেন শান্তি, গাজী মামুন প্রমূখ।

