হাটহাজারী মেখলে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।



সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি


 বিট পুলিশিং সফল করি-অপরাধমুক্ত সমাজ গড়ি, এই প্রতিপ্রাদ্যে চট্রগ্রাম হাটহাজারী মডেল থানার উদ্যোগে, হাটহাজারী মডেল থানার আওতাধীন বিট পুলিশিং ১০ মেখল ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের সহযোগিতায় ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৯ নভেম্বর)  বৃহস্পতিবার বিকাল চারটায় মেখল ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও মেখল ইউপি চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা, অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী,
বিট অফিসার এস আই আবিদুর রহমান, সহকারী বিট অফিসার এএসআই বিক্রম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি তদন্ত বলেন, মাদক ইভটিজিং ধর্ষণ ও উগ্রবাদের সাথে কারা সম্পিক্ত হচ্ছে, কোন মানুষের গতিবিধি সন্দেহ জনক সর্ব প্রথম আপনারাই আগে জানবেন, আপনাদের সন্তানদের সকল প্রকার অপরাধ ও উগ্রতা থেকে দুরে রাখুন, আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন।এতে সকলেরই মঙ্গল। কারো সম্পর্কে কোন প্রকার সন্দেহ হলে সরাসরি অথবা ফোন কলের মাধ্যমে বিট অফিসারকে জানাতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

মাদক ইভটিজিং ও ধর্ষণসহ সবরকমের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবসময়  জিরো ট্রলারেন্স নীতিতে চলমান রয়েছে জানিয়ে
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেন, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে
বিট পুলিশিং কার্যক্রম সহ  পুলিশ প্রশাসনের প্রতি সবধরনের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। 

উদ্যোক্তা মোঃ আরিফ উল্যাহ্'র জবানে
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি ইছা আহম্মদ, মহিলা মেম্বার বেবি আক্তার, খোরশিদা বেগম, সচিব দীপক কুমার পাল ও নয় ওয়ার্ডের মেম্বারগণ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, মেখল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি  মোঃ ওসমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সামশুল আলম মেম্বার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী শুক্কুর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভুট্ট, , আওয়ামী লীগ নেতা গাজী ইসহাক, হারুন সওদাগর, মহিউদ্দিন দুলাল, রাশেদ তালুকদার, যুবনেতা মোঃ কাইয়ুম, জিয়াউদ্দিন রাজু,  ৭মং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ ইব্রাহিম, ইউনিয়ন  ছাত্র নেতা সিফায়েতুল ইসলাম শিমুল, ছাত্র নেতা  মোঃ গিয়াসউদ্দীন, রাজনীতিবীদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.