মোহাম্মদ সাদ্দাম হোসেন মুন্না নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভান্ডারীপুল এলাকা ও কুমিল্লার দাউদকান্দি থানাধীন গোয়ালমারিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২০টি উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়। আটকৃতরা হলেন- তাওহীদুল ইসলাম (২৪) ও আরাফাত হোসাইন (২০)।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি সুুুুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আটকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তাওহীদুলের গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে এবং আরাফাতের বাড়ি দাউদকান্দি পাঁচগাছিয়া এলাকায়। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীনে যোগ দেন।
র্যাবে আরও জানায়, তারা সংগঠনের সদস্য বাড়ানোর জন্য অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে, অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে তহবিল সংগ্রহের পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন তারা।
এদিকে আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন সিনিয়র এএসপি সুমিনুর রহমান।

