নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৩৮ শত পিস ইয়াবাসহ আটক-২



নুর মোহাম্মদ সিকদার:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৮শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।উদ্ধার ইয়াবা এবং মোটর সাইকেলের মুল্য ১৩ লাখ ৪০ হাজার টাকা।

১৯ নভেম্বর বিকাল ৬টা ৪০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোনাইছড়ি পুলিশের চেকপোস্ট সংলগ্ন এই আটক অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মাছুয়াখালীর নুরুল আলমের ছেলে মোঃ ইলিয়াছ(৩০) একই এলাকার নুরুল আমিনের ছেলে আবু কায়েছ(২০)।

ধৃত ২ জন এবং পলাতক ১জন সহ ৩ জনের নামে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃআলমগীর  হোসেন নিশ্চিত করেছেন।

নুর মোহাম্মদ সিকদার, স্টাফ রিপোর্টার বান্দরবান, ০১৮১৯-০৩৫৯৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.