চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে,তারই প্রতিবাদে গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম ওয়াসার মোড় জামিয়াতুল ফাহলা জামে মসজিদের সামনে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন চট্টগ্রাম জেলা কমিটি ও চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর উদ্যেগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন চট্টগ্রাম জেলা কমিটি,চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ও  বাংলাদেশ রিপোটার্স ক্লাব চট্টগ্রাম একত্রে এই মানববন্ধন অংশ গ্রহণ করে।সাংবাদিক নির্যাতন বন্ধ করো,ভয়-ভীতি, হুমকি-ধামকি,মামলা-মোকদ্দমা,মারাত্মক শারীরিক নির্যাতনে জখম থেকে শুরু করে গুম কিংবা খুন বন্ধ করুন,এই প্রতিবাদে আজ চট্টগ্রাম ওয়াসা মোড়ে সাংবাদিকদের মানববন্ধন।এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ,চট্টগ্রাম জেলার আহবায়ক মীর সালাহ্উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রহিম ও শেখ রোশেদুল ইসলাম চৌধুরী ইউজার,সদস্য সচিব জুয়েল গণি, সদস্য মনিরউদ্দিন সোহেল,এম. এ মন্নান তামিম, মোঃ জুবাইর,ইব্রাহিম হোসেন রাকিব,ইমতিয়াজ আহমদ, হুমায়ন কবির হিরু,দিদারুল আলম।

চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের ভাইস চেয়ারম্যান শিব্বির আহাম্মেদ ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ“রিপোর্টার্স ক্লাব” সাধারণ সম্পাদক মোহামদ রফিকুল ইসলাম,বক্তব্য রাখেন ওয়ার্ল্ড জার্নালিস্ট ফোরাম সদস্য  মঈনউদ্দিন কাদেরী,শওকত,রোটারিয়ানএস,এম,আজিজ,বাংলাদেশ মানবাধিকার পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল হক,রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামাল চৌধুরী বিপ্লব,সাংবাদিক ফোরামের মহাসচিব চৌধুরী মুহাম্মদ রিপন,বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক  রিয়াদুল মামুন সোহাগ,প্রবাসী নিউজ লাইভ চ্যানেলের পরিচালক নাসির উদ্দিন মজুমদার,লোহাগড়া প্রেস ক্লাব সভাপতি এডভোকেট মোঃ মিয়া ফারুক।চ্যানেল এইচ ডি চেয়ারম্যান মাসুদ রানা।সিটিজি ট্রিবিউন এর নির্বাহী সম্পাদক আয়াজ আহম্মেদ,দৈনিক কালজয়ী সাংবাদিক তানভির আহমেদ।মোহনা টিভির সাংবাদিক নুরুল কবির দুলাল।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সি আই পি খন্দকার এম এ হেলাল,সাংবাদিক শারমিন শান্তা, দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ রিপন চৌধুরী , চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আইন বিষয়ক সম্পাদক সরোয়ারুল আলম,ইমতিয়াজ আহমেদ, এস,এম মেহেদি,সাজিদ হোসেন,চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সান্তা,  ওয়াইজার,টিটু,ইতিহাস টিভি র সম্পাদক রতন বড়ুয়া, ইতিহাস টিভির চেয়ারম্যান জয়িতা বড়ুয়া ,মুন্না,সাজ্জাদ হোসেন সুমন,ইমাম হেসেন,সাংবাদিক মঞ্জুরুল করিম সুমন,চট্টগ্রাম সাংবাদিক ফোরাম প্রচার সম্পাদক মোঃ নুর হোসেন,এম এ মান্নান,জুয়েল গণি,সাহাদাত হোসেন,গিয়াস উদ্দিন,চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সদস্য  ফিরোজ আলম,সাংবাদিক তামিম উদ্দিন, সাংবাদিক ছিদ্দিক আহমেদ আতিক,ফরিদা সীমা, শিরিন আক্তার,মোহাম্মদ রিয়াদ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া ও অনলাইনের অনেক সাংবাদিক ভাই বোনরা উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন খান কাদের,সভাপতি শিব্বির আহমেদ ওসমান,সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ রিপন,নুর হোসেন,ফরিদা সীম,শিরিন আক্তার,প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।সকল সাংবাদিকদের একই কথা সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করুন,করতে হবে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.