এ কে.এম আজাদ পটিয়া থেকেঃ-- চট্টগ্রামে পটিয়া উপজেলার কেলিশহর- হাইদগাও গুচ্ছ গ্রামে মরহুম পুএ মোঃ ইলিয়াস নেতৃত্বে ছলছে জমজমাট মাদক ইয়াবা ব্যাবসা। অভিযোগ সুএে জানাযায়,১৯৯৬ সাল থেকে ইলিয়াস মাদক ব্যাবসা শুরু করে। এর মধ্যে বেশ কয়েকবার মাদক ও হত্যা, ডাকাতি ছুরি মামলায় জেল খেটেছিল।গত বছর জেল থেকে জামিনে এসে পুর্নরায় মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে। তার মুদির দোকানে আড়ালে এ ব্যাবসা করে বলে এলাকার লোকজন সুএে জানাগেছে।এমন কি গরীব অসহায় মানুষের জন্য সরকারি বাড়িঘর বন্দবস্তি ব্যাক্তিদের বরাদ্দকৃত ব্যাক্তিদের বিভিন্ন ভয়ভীতি লাগিয়ে অল্প টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের উপর গুলিবর্ষণ ঘটনাও ঘটিয়েছে মাদক সম্রাট ইলিয়াস। তার একটি বাহিনী রয়েছে। তার অত্যাচার নির্য়াতনের ভয়ে কেউ মুখখোলার সাহস পাচ্ছে না।অস্ত্র ডাকাতি মাদক চাঁদাবাজি খুনের মামলায় জেল খেটেছিল। কিন্তু পুরানো ব্যাবসা ছাড়তে পারেনি। পটিয়া থানা পুলিশের খাতায় শীর্ষ সন্রাসী তালিকায় ইলিয়াস এর নাম রয়েছে। থানার দাগি আসামি সাইনবোর্ড তার ছবি টাঙানো রয়েছে। এত কিছুর পরেও গত এক বছর রয়েছে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। পটিয়া থানার নতন ওসি হিসেবে যোগদান করেছে রেজাউল করিম মজুমদার (রিটু) এলাকার সচেতন মহল একাধিক মামলার আসামি ইলিয়াস'কে গ্রেফতার করে পটিয়াকে মাদক মুক্ত করার দাবি জানান গুচ্ছ গ্রামের বসবাসরত হাজার নারী পুরুষ।ইলিয়াসের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা। তাছাড়া ইলিয়াস সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে অবৈধ দখল করে রেখেছে। তার কারণে গত
দুইযুগ ধরে শত শত তরুণ উড়তি বয়সের ছেলে বিপদগ্রস্ত হয়েছে জীবন ধ্বংশের পথে বলে একাধিক ভুক্তভোগী সুএে জানাগেছে।পটিয়া থানার পুলিশ মাদক সম্রাট ইলিয়াস কে গ্রেফতার করা সময়ের দাবি মনে করছে এলাকার সচেতন মহল।
এ কে এম আজাদ
পটিয়া চট্টগ্রাম
৯১৬৭১৩২০৯৪১

