সিলেট প্রতিনিধি:
৬ নং চিকনাগুল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা সুনারা বেগম, পিতাঃ মৃত. রজব আলী, সাং-পশ্চিম ঠাকুরের মাটি, ডাকঃ চিকনাগুল, থানাঃ জৈন্তাপুর, জেলাঃ সিলেট। আওয়ামী লীগ নেত্রী সুনারা বেগম সমাজ সেবক, জন দরদী মহিলা।
ইতিমধ্যে,চলতি বছরের বিগত (৭ অক্টোবর) তারিখে আওয়ামী লীগ নেত্রী সুনারা বেগমের বিরুদ্ধে স্থানীয় কর্তৃক ভূয়া লিখিত একটি অভিযোগ জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা হয়, যার সত্যতা পুলিশ খুঁজে পায়নি।
ওই ভূয়া লিখিত অভিযোগ সুত্রে,জন দরদী, সমাজ সেবক, আওয়ামীলীগ নেত্রী সুনারা বেগমের বিরুদ্ধে গণমাধ্যম যোগাযোগে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে উনার মানহানিকর নিউজ করা হয়েছে।
অনুসন্ধানে উঠে আসে, সুনারা বেগম ২০১৮ সালে জৈন্তাপুর উপজেলা নির্বাচনে কলস মার্কায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং আগামী ২০২১ সালের ৬ নং চিকনাগুল ইউ/পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি অংশগ্রহন করবেন।
উক্ত বিষয় সুনারা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান,সুনারা বেগম বঙ্গবন্ধুর আর্দশ উনার অন্তরে লালন করে তিনি অন্যায়ের মোকাবেলা করেন।গরীব-দুঃখী, মেহনতি মানুষের সেবা করা ও সমাজে অবহেলিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোটাই হলো উনার জীবনের মূল লক্ষ্য।তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ২০২১ সালের ৬নং চিকনগুল ইউ/পি নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন।আর উনার ওই নির্বাচনে অংশগ্রহণ করাটা একটি কুচক্রী মহল সাধারণ ভাবে তা মেনে নিতে পারছে না।তাই উনার নির্বাচন বানচাল ও সম্মান নষ্ট করার জন্য উনার পিছনে পরে আছে একটি কুচক্রী মহল। সত্যের জয় ইনশাআল্লাহ হবে এটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন।উনার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ ও বিভিন্ন ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

