নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণ ধর্ষক আটক




সাদ্দাম হোসেন মুন্না নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক শিশুর বাবা। জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় গত( ১২ নভেম্বর )সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটলেও প্রকাশ পেয়েছে গত ১৭ নভেম্বর সন্ধ্যায়। গ্রেপ্তার কামাল হোসেন ওই একই এলাকার মৃত কমর আলির ছেলে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাত বছরের মেয়েকে বাসায় রেখে বাবা ও মা কর্মস্থলে চলে যায়। সমবয়সী বান্ধবী আরেক শিশুর সঙ্গে খেলা করছিল বাদীর মেয়ে। এসময় বৃদ্ধ কামাল হোসেন বাসায় প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে প্রথমে বাদীর মেয়ে ও পরে তার বন্ধবীকে ধর্ষণ করে। একথা কাউকে বললে বিপদ হবে বলে ভয়দেখিয়ে চলে যায়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাদীর মেয়ে পাশের কক্ষের ভাড়াটিয়া লিজা আক্তারের কাছে ওই ধর্ষণের ঘটনা বলে দেয়। তখনই জানাজানি হলে শিশুর বাবা থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ রাতে কামলা হোসেনকে গ্রেপ্তার করে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.