রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ পরিদর্শনে বিডিআরসিএস মহাসচিব




রিয়াজুল করিম রিজভী
বিশেষ প্রতিনিধি 

নন কোভিড রোগীদের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে চলমান মাসব্যাপী ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ কার্যক্রমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পৌঁছে দিয়ে জনসাধারণের কল্যাণে কাজ করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম গত ৩ মাস ব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে মির্জাপুলস্থ ডাঃ শেখ শফিউল আজম এর বাসভবনে নিয়মিত রোগীকে মেডিসিন, গাইনী, বাতব্যাথা, শিশুসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ক্যাম্পে সেবা অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত রোগীদেও সেবা প্রদান করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, ডাঃ সাফকাত আজম শাকিব, ডাঃ শেখ সানজানা শারমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল সহ যুব স্বেচ্ছাসেবকরা।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.