আজ পটিয়ায় জেলা জাপার সন্মেলনে যোগ দেবেন অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম নেতৃত্বে সাংগঠনিক টিম



সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-  আজ রাত  ৯টায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড.মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া'র নেতৃত্বে ৩ (তিন) দিনের সাংগঠনিক সফর শুরু করেছেন জাতীয় পার্টির  চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম। 

আগামীকাল ২২ নভেম্বর রবিবার   বেলা ০৩ টায় পটিয়ায় জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি সন্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার। এদিকে সন্মেলন সফল করতে জাতীয় পার্টি নেতা কর্মীরা ব্যাকক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দৈনিক জনতা'কে উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান জানান। এছাড়াও নেতৃবৃন্দ ২৩শে নভেম্বর সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম উত্তর জেলা ও ২৪শে নভেম্বর সকাল ১১ টায় জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা করবেন সাংগঠনিক টিম।

উক্ত সাংগঠনিক সফরে এড.মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়ার সফরসঙ্গী হচ্ছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- নাজমা আকতার এমপি, আলমগীর সিকদার লোটন, মোঃ এমরান হোসেন মিয়া,ভাইস চেয়ারম্যান- মৌলভী মোঃ ইলিয়াস ও মোঃ লুৎফর রেজা খোকন এবং যুগ্ম-মহাসচিব- মোঃ বেলাল হোসেন।



সেলিম চৌধুরী 

পটিয়া চট্টগ্রাম 

০১৮১৯৩৪৯৪৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.