সিদ্ধিরগঞ্জে পিকআপ-রিক্সা সংঘর্ষে নিহত ১,আহত ১




সাদ্দাম হোসেন মুন্না নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ও রিক্সার সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত হয়েছেন।

সোমবার(১৬ নভেম্বর) দুপুরে সানারপাড় এলাকার ফুটওভার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল বলেন, ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় রিক্সার সাথে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন তার লাশ প্রো-এ্যাকটিভ হাসপাতালে রয়েছে। অপরজন গুরুতর আহত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নেয়া হচ্ছে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.