শরনখোলায় জমি অধিগ্রহণের টাকা বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন




সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধি ঃ


বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়  পানি উন্নয়ন বোর্ডের বেরীবাধের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিয়েছেন  বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

আজ ২৭ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গাবতলা এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বেরিঁবাধের জন্য নতুন করে ১৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা প্রদানের লক্ষ্যে শুক্রবার সকালে গাবতলা আশার আলো জামে মসজিদ চত্বরে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। 


বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, ও জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা মমতাজ বেগম ।


 
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ প্রমূখ। পরে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থদের বাড়ী বাড়ী গিয়ে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করেন। এদিন ৬৬ জনের মাঝে এক কোটি তেত্রিশ লাখ উনচল্লিশ হাজার ছয়শত উনআশি টাকার চেক দেয়া হয়েছে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.