মোঃ সাহাব উদ্দিন আহমেদ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধে কমলগঞ্জের উওর কানাইদেশী গ্রামে ভাইয়ের হাতে মো. উমেদ আলী(৫০), নামে এক ভাই আহত হয়েছেন। আহত উমেদ ওই গ্রামের মৃত রিসালত মিয়ার ছেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন উমেদ আলী।
অভিযোগে জানা গেছে, কমলগঞ্জের উওর কানাইদেশী গ্রামের উমেদ আলীর সাথে তার আপন ভাই ছমেদ মিয়া,মোবারক মিয়া তোবারক মিয়া গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত শনিবার (১৫ নভেম্বর) রাতে ১২টার দিকে উমেদ আলীর উপর তার বসত ঘরে হামলা চালান তার ভাইয়েরা। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে ঘরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যান। পরে তাদের হাল্লাচিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্তাত্ববস্থায় উদ্ধার করে কমলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় হামলাকারী ছমেদ আলীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন উমেদ আলী। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

