সেলিম চৌধুরী পটিয়াঃ- পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন গ্রামের পল্লী চিকিৎসক করোনা সংক্রমণ রোধে এলাকায় ব্যাপক চিকিৎসা সেবা প্রদান করে সুনাম অর্জন করেছে। ফলে গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক দিদারুল আলম ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে পল্লী চিকিৎসক আর.সি বড়ুয়াকে নেবুলেইজার মেসিন ও ওষুধ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া- কর্ণফুলী মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ জাফরুল ইসলাম, দৈনিক জনতা'র সাংবাদিক সেলিম চৌধুরী, এস এম হোসেন টিটু,ডাবলু বড়ুয়া,মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এমদাদ হোসেন,আজিজুল হক সওঃ, মোঃ নাছির খান, আবু ছৈয়দ বলাই,আবুল কালাম প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯-৩৪৯+৪৪২

