আব্দুল করিম চট্রগ্রাম
চট্রগ্রাম নগরীর খুলশী থানাধীন ওয়ারলেস ৪ নম্বর তালতলা এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সাজু পাগলীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এনামুল হক জানান, বৃহস্পাতিবার রাত সাড়ে ৮টায় খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে রাত ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেমিপাকা একটি বসতঘর পুড়ে গেছে। আগুনে এক লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় চার লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।



