শরনখোলায় প্রেসক্লাবের উদ্দ্যেগে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে




সাব্বির হোসেন শরনখোলা সংবাদদাতা ঃ 

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। 

আজ ১৮ই ডিসেম্বর (শুক্রবার) উপজেলায় হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরেও এখানে যুদ্ধ চলে আরও দুদিন। টানা ৫ দিন যুদ্ধ চলার পর পালিয়ে যায় রাজাকাররা।শেষ যুদ্ধে শহীদ হন ৫ জন বীর যোদ্ধা।তাদের ৪ জনের কবরই উপজেলার রায়েন্দা বাজারে। 

এই শহীদদের সরনে পালন করা হয় নানা কর্মসূচি।তারই ধারাবাহিকতায় এ বছরও উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যেগে শুক্রবার সকালে বিজয় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

শরণখোলা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আঃ গফ্ফার, বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীরমুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইন, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা প্রমূখ। আলোচনা সভার আগে উপজেলা সদর রায়েন্দা বাজারে বিজয় র‌্যালী প্রদক্ষিণ করে স্থানীয় শহিদদের মাজারে দোয়া ও মোনাজাত করা হয়।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.