সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে হালিশহরে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন



রিয়াজুল করিম রিজভী
বিশেষ প্রতিনিধি

১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত ১৯৫৪ সালে সংশোধিত সি.এস ম্যাপ অনুযায়ী চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে এবং সন্দ্বীপ উপজেলাধীন সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন জেগে উঠার পর ঠেঙ্গার চর নামে পরিচিতি পাওয়া বর্তমানে ভাসান চর-কে নোয়াখালী জেলার অধীন থানা ঘোষনার প্রতিবাদে গত ১১ ডিসেম্বর ২০১৯ হালিশহর গাউসিয়া মোড় এ-ব্লক ৭ নম্বর লেইনের মুখে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন করা হয়।

সভায় বক্তারা নোয়াখালী জেলার অধীনে ভাসান চর-কে থানা ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, সন্দ্বীপ উপজেলার ভেঙ্গে যাওয়া সাবেক ন্যায়মস্তি ইউনিয়নে যে চর জেগে উঠেছে সেটিই ভাসান চর। নোয়াখালীর সাথে চট্টগ্রামের সীমানা নির্ধারণ করা হলে এই চিত্রই উঠে আসবে।

সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি এ.কে.এম বেলায়েত হোসেন।

সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট লায়ন আলহাজ মোঃ সলিমুল্লাহ, সাবেক সীতাকুন্ড উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ আ.ফ.ম ফোরকান উদ্দিন খান, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোঃ আবুল কাসেম, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মোঃ মাকছুদের রহমান, মোঃ আবদুল কাদের মানিক, মোঃ আফছার উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা দুলাল, পশ্চিম খুলশী জালালাবাদ হাউজিং কো-অপারেটিভ সোসাইটির পরিচালক মোঃ হেলাল আহমদ, এম.এ বায়েছ, মোঃ নুরুল আলম, মোঃ আলাউদ্দিন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ প্রতিনিধি নূর মোস্তফা আলী হোসাইন, টিটু পাল, শাখাওয়াত রহমান খান প্রমুখ।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.