কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা





নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য্য নিয়ে কটুক্তি ও বিরোধীতার প্রতিবাদে কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা ডিসেম্বর’২০২০ইং সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিবাদী আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম টুকু, জেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কবি নাট্যকার হেলাল জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার স্বপন ও সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, সন্তান কমান্ডের ভূরুঙ্গামারী সভাপতি মোহাম্মদ আলী মুকুল, ফুলবাড়ী সভাপতি নুরে আলম কবীর লেবু প্রমূখ। 

বক্তাগণ বলেন- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোঃ ফয়জুল করিম কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য্য নিয়ে কটুক্তি ও বিরোধীতা করার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তাদের নেতাদের ভাস্কার্য্য রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্থপতি ও স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য্য নিয়ে মওলানা সাহেবেরা মনগড়া ফতোয়া প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করছে। 

মানববন্ধন কর্মসূচী থেকে বঙ্গবন্ধুর ভাস্কার্য্য নিয়ে কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনী ভাবে তাদের বিচার করার আহ্বান জানান। 


সেই সাথে পহেলা ডিসেম্বর’২০২০ বীর মুক্তিযোদ্ধা দিবসের এই দিনে বক্তারা কুড়িগ্রাম জেলায় দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য্য স্থাপনের দাবি জানান। মানববন্ধন কর্মসূচী শেষে একটি প্রতিবাদ মিছিল কুড়িগ্রাম শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের এই কর্মসূচীতে স্লোগানে স্লোগানে উত্তাল ছিল কুড়িগ্রাম শহর। কর্মসূচী সফল করতে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গ, সন্তান কমান্ড, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল মানুষসহ বিভিন্ন সংগঠন উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.