পটিয়ায় ৬হাজার ৭'শত পিস ইয়াবাসহ ৫জন গ্রেফতার



সেলিম চৌধুরী পটিয়াঃ- চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের   উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক  সাইফুল ইসলাম এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুজাফফরাবাদ নজরুল ফিলিং স্টেশন থেকে ছয় হাজার সাতশত পিস ইয়াবা সহ ৫ জনকে গ্রেফতার করছে।।গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আনোয়ার হোসেন (৪৮), পিতা- মৃত আব্দুর রহমান,  বালিয়াডাঙ্গী জেলা- ঠাকুরগাঁও এবং মোঃ ইলিয়াস (৩৫), পিতাঃ মৃত ইয়াছিন  হরিনমারী, উদয়পুর বাগানবাড়ী,    বালিয়াডাঙ্গী, জেলাঃ ঠাকুরগাঁও কে ৩৫০০ পিস ইয়াবা পিল সহ  চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ থেকে আটক করা হয়। তারা নিজেরা ব্যবসার জন্য ইয়াবাগুলো ঠাকুরগাঁও নিয়ে যাচ্ছে, মোঃ নজরুল ইসলাম (৪৮), পিতাঃ মোঃ আবুল কালাম, সাং- বাসা/হোল্ডিং নং-৫১১, শহীদ ইকবাল সড়ক, কৃষ্ণকাঠী(কালু মিয়ার বাড়ী চর কুতুব নগর), ঝালকাঠী  এক হাজার  পিস ইয়াবা সহ মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন সামনে হতে পাচারকালে আটক করা হয়। সে ঝালকাঠিতে নিজে বিক্রি করার জন্য ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে বলে জানায় এবং সামিদুল ইসলাম মুবিন(১৯), পিতাঃ আবদুস সাত্তার,  সাং- খারগুনা, ইসলামপুর বাজার, উত্তর পাড়া, নাপিতখালী বটতলা ইউনিয়ন  কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার ও মোঃ জুবায়ের হোসেন(৩০), পিতাঃ মৃত আব্দুস শুক্কুর,  সাং বাঁশখাল্লাজুরি  ফাসিয়াখালী ইউনিয়ন লামা উপজেলার  দুইহাজার ২০০ পিস ইয়াবা পিস সহ পটিয়া থানাধীন মোজাফরাবাদ থেকে চট্গ্রাম পাচারকালে  আসামীর দেহ তল্লাশীপূর্বক আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত  মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। 



সেলিম  চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া  চট্টগ্রাম 

০১৮১৯৩৪৯৪৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.