সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ-পটিয়া'য় ২৪০০ পিসইয়াবাসহ একজন'কে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা।গত
২০/১২/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা সহ টেকনাফ এলাকার একজন অভিযুক্তকে গ্রেফতার করে।
আসামী- শামসুল আলম (৩৫), পিতা- মৃত মোহাম্মদ শরীফ, মাতা- রংবাহার, সাং- জাদিমুড়া, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-২৭, শেড নং-বি-৫, সাইড মাঝিঃ জাফর, হেড মাঝিঃ কালাম, থানাঃ টেকনাফ, জেলা- কক্সবাজার কে চট্টগ্রাম অভিমুখে পাচারকালে ২৪০০ পিস ইয়াবা পিল সহ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন খরনা রাস্তার মাথা'য় চট্ট মেট্রো-ব-১১-০১৭০ নং জাবালে রহমত নামীয় বাস থেকে আটক করা হয়। সে ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে জানায়।গতকাল রবিবার বিকাল আটক ইয়াবা ব্যাবসায়িকে আদালত এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২

