নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত




নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউপি চেয়ারম্যান আবু তালেবকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপনের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুুুুরে-এ-জান্নাত রুমি আদেশ পাওয়ার বিষয়টি ভয়েস টেলিভিশনকে নিশ্চিত করেছেন।

বরখাস্তের আদেশে বলা হয়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অমান্য করে জনৈক মোছা. বর্নিতা ওসমান বর্নিকে জন্ম তারিখ পরির্বতন করে বিবাহ করেছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

আরও পড়ুন- অক্সিজেন উপকরণ পেলো উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স

তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তাঁকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।


গত ১ নভেম্বর ইউপি চেয়ারম্যান আবু তালেব(৪৫) তার ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধি বাচ্চু মিয়ার ৯ম শ্রেণির ছাত্রী বর্নিতা ওসমান বর্নিকে জন্ম জালিয়াতি করে বিয়ে করে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয় এবং একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে স্থানীয় প্রশাসন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.