মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র বর্তমান সদস্য সচিব নূরুল মিল্লাত মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নির্বাচনী আচরণবিধি ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন নূরুল মিল্লাত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট মশিউর রহমান, পৌর বিএনপি’র আহবায়ক হাজী মো. রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউনন্সির আব্দুল্লাহ কাজল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর কাউনন্সির আজহার উদ্দিন লিটন, পৌর শ্রমিকদলের সভাপতি ফুল মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বরত ভৈরব উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী জাহিদুল ইসলাম ও ডাটা এন্টি অপারেটর মো. নাজমুল হক।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তিনি উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে পৌর নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা করেন।

