সুমনসেন চট্টগ্রা প্রতিনিধি-
মহামারি করোনার প্রাদুর্ভাবে বিশ্ব যখন লণ্ডভণ্ড ঠিক তখন সচেতনতা মুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছেন "স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম" কেন্দ্রীয় কমিটির শিক্ষার্থী বন্ধুরা।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে বুধবার সকাল ১০ ঘটিকায় শহীদ মিনার চত্বরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আইরিন আক্তারের সভাপতিত্বে এবং আল-আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ওসমান গণি। তিনি তার বক্তব্যে সকলকে মাস্ক ব্যবহারের মধ্যদিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সৌরভ বিশ্বাস বলেন, বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা সমাজের জন্য কাজ করে যাব, এই পথে হাঁটতে গিয়ে যদি কোন কুচক্রী মহলের বাধা আসে আজকের দিনকে সাক্ষী রেখে বলছি তা রুখে দিব।
এছাড়াও বক্তব্য রাখেন সৌরভ বিশ্বাস,পুষ্পিতা নাথ, মুন্নি আকতার, রফিকুল ইসলাম,মোঃ সেলিম,মোঃ সাজ্জাদ,মোঃ সজীব, মোঃ রুবেল, মোঃ ইমরান,বিশ্বজিৎ গুহসহ প্রমূখ।

