আব্দুল করিম চট্রগ্রাম মহানগর প্রতিনিধি
স্হগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ৪র্থ দিনের মতো প্রচারণা চালিয়েছেন অফির্সাস কলোনী,সন্ধীপ কলোনী,ও সেগুনবাগান এলাকায়।
প্রচারণা কালে তিনি বলেন নির্বাচিত হলে একজন সেবক হিসেবে সকল নাগরিককে সাথে নিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবেন।
সন্ত্রাস, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে আমার আজীবনের সংগ্রাম। ১৩ নং ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শিশু বান্ধব, নারী বান্ধব, পরিবেশ বান্ধব, পরিকল্পিত ও সুশৃঙ্খল ওয়ার্ড গড়তে আমার প্রতিটা মূহুর্ত আমি ব্যয় করব। প্রচারণা কালে সাথে ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহ,চট্রগ্রাম মহানগর যুবলীগ নেতা আবু বক্কর,মোঃনাছির উদ্দীন,সিটি কলেজের সাবেক জি,এস,মোঃহেলাল উদ্দীন,আবু ব্ক্কর,খালেদ মোশাররফ রকেট, ,মোঃনজরুল ইসলাম, সারাফাত হোসেন,দুলাল,সুমন, ,মোঃভুলু,খোকা,আরমান সহ এলাকার গন্যমান্য মুরুব্বিগন উপস্থিত ছিলেন।


