আ'লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আবুল হাসেম শাহর শুভেচ্ছা



  
নিউজ ডেস্ক 
       
আ'লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নংপাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহর  শুভেচ্ছা।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সকল নেতা-কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন এই নেতা।

মঙ্গলবার ২২ জুন রাতে এক শুভেচ্ছা বানীতে তিনি এ অভিনন্দন জানান। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাফল্য কামনা করে শুভেচ্ছা বাণীতে তিনি বলেন ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন প্রগতিবাদী নেতাদের উদ্যোগে আহূত এক কর্মী সম্মেলনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে বাঙালি জাতির মুক্তির বারতা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেছিল। 

আবুল হাসেম শাহ আরও বলেন, বাঙালী জাতির প্রতিটি অর্জনেরও দাবিদার প্রাচীন ও সুবিশাল এ রাজনৈতিক দলটি। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে হাজার বছরের কাঙ্খিত বাঙালি জাতির স্বাধীনতা লাভসহ সকল মহতী অর্জনের নেতৃত্বে ছিল জনগণের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ; যার মহানায়ক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাঙালি জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ রচনার আলোকোজ্জ্বল পথ তথা আর্থ-সামাজিক-সার্বিক মুক্তির লক্ষ্যে কাজ করে চলেছেন। আর এ বছরটি পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষির্কীতে স্বাধীনতার স্বপক্ষের জনগণকে বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল উন্নয়নে শামিল হয়ে স্বাস্থ বিধি মেনে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করার আহবান জানান।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.