উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের বিবৃতি




প্রেসবিজ্ঞপ্তি,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার দায়িত্বশীল ও পেশাদার সংবাদকর্মীদের সংগঠন "উখিয়া প্রেসক্লাব" এর প্রত্যেক্ষ ভোটে দুই-দুই বার নির্বাচিত সাধারণ সম্পাদক
কমরুদ্দিন মুকুলের বিরুদ্ধে সম্প্রতি সময়ে উখিয়া প্রেসক্লাবের সভাপতির নেতৃত্বে একাংশের একটি
প্রেস বিজ্ঞপ্তি প্রচার করে।

যার পরিপ্রেক্ষিতে কমরুদ্দিন মুকুল স্বাক্ষরিত বিবৃতি তুলে ধরা হলো,উখিয়া প্রেসক্লাবের কর্মরত সকল সদস্য ও  শুভাকাঙ্ক্ষী পাঠকদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম।
আমি অত্যন্ত দুঃখের সাথে অবহিত করতে বাধ্য হয়েছি নতুবা আমার প্রতি জনমনে একটি ভূল ধারণা সৃষ্টি হতে পারে।

আমি উখিয়া প্রেসক্লাবের দ্ধিতীয় বারের মত সাধারণ সম্পাদকের দায়িত্বে আসার পর থেকে এ পর্যন্ত দৃশ্যমান উন্নয়ন করেছি,যা জেলার মধ্যে বিরল।এমতাবস্থায় কিছু সাংবাদিক নামধারী সুবিধাবাদী চক্র উখিয়া প্রেসক্লাবের নিয়মিত সদস্য হওয়ার জন্য প্রেসক্লাবের সভাপতি সহ আরো গুটিকয়েক অপসংবাদকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে আমাকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।এমনকি এসব চিহ্নিত অপসাংবাদিকদের সদস্য না করলে আমাকে কৌশলে প্রেসক্লাব থেকে বহিষ্কারের হুমকিও দেয়।

এরই আলামত হিসেবে সভাপতি সাহেব প্রেসক্লাবের মাসিক সভায় কম্পিউটার ভাংচুর করে,যা উখিয়া প্রেসক্লাবে একটি ঘৃণিত ইতিহাস সৃষ্টি করেন।
ঐ সভায় কথিত বহিস্কৃত সাংবাদিক ও তাদের মদদপৃষ্ট অপ-সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়।এসময় সভাপতি সাহেব আমার উপর চড়াও হয়ে ভাংচুর চালায়।তিনি গঠনতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ও পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক,মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং প্রেসক্লাবের আভ্যন্তরীণ বিষয় ও কর্মকান্ড স্থানীয় পত্রিকায় ও অনলাইন পোর্টালে প্রচার করে।এ নিয়ে গত সোমবার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে প্রেসক্লাবের প্যাড ব্যবহার করে আমার বিরুদ্ধে যে বিবৃতিটি প্রচার করেছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।আমি সহ উখিয়ায় কর্মরত সকল সাংবাদিক উক্ত বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে প্রতিপক্ষ কে গঠনতন্ত্র অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

তাদের উক্ত বিবৃতি আমি এবং উখিয়া প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সকল সাংবাদিকদের উপর কঠোর আঘাত হেনেছে বলে আমি মনে করছি এবং পাশাপাশি সভাপতি এসএম আনোয়ার হোসেন কে উখিয়া প্রেসক্লাব থেকে বহিস্কারের জন্য প্রেসক্লাবের সকল সাংবাদিক ও প্রধান পৃষ্ঠপোষকের আশু হস্তক্ষেপ কামনা করছি।

নিবেদকঃ কমরুদ্দিন মুকুল
সাধারণ সম্পাদক, উখিয়া প্রেসক্লাব,উখিয়া,
কক্সবাজার। মোবাইলঃ০১৮৪২ ২৯৬২১৪।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.