উখিয়ায় চার্টার্ড লাইফের বৃত্তি ভাতার এক লক্ষ টাকার চেক গ্রহণ করলেন ইউপি সদস্য হেলাল উদ্দিন মেম্বার




 নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশের একমাত্র প্রযুক্তি নির্ভর আধুনিক বীমা প্রতিষ্টান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষের ইস্যুকৃত শিক্ষা ভাতার এক লক্ষ টাকার চেক গ্রহণ করছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের  ৯ ওয়ার্ডের সম্মানিত জনপ্রিয় ইউপি সদস্য জনাব হেলাল উদ্দিন। 
অদ্য ২৬ /০৯/২০২১ ইং তারিখ দুপুরে তাঁর হাতে চেক তুলে দেন চার্টার্ড লাইফ কক্সবাজার জোনের প্রধান ও এএসএম জনাব মোস্তাক আহামদ ও এজেন্সি ম্যানেজার সিনিয়র সাংবাদিক জনাব গফুর মিয়া চৌধুরী। এ সময় উপস্হিত ছিলেন ইউনিট ম্যানেজার কাইফা আল আরব চৌধুরী,  কামাল উদ্দিন, মোহাম্মদ হাসেম ও জয়নাল উদ্দিন। 
ফিনান্সিয়াল এসোসিয়েটদের মধ্যে উপস্তিত ছিলেন সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মৌলনা সোলতান আহামদ, আবদুর রহিম, হামিদুল হক,মোহাম্মদ ইসমাঈল। 
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর জনাব হেলাল উদ্দিন মেম্বারের মরহুম পিতা বিশিষ্ট দানবীর, সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মৌলানা বখতিয়ার আহামদ মেম্বার নিজের নামে, ছেলে বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, কায়সার উদ্দিন ও মহি উদ্দিনের নামে চার্টার্ড লাইফে প্রায় এক কোটি টাকা বীমা অংকের ৭টি বীমা পলিসি ক্রয় করে ছিলেন।
 তিনি অকালে মৃত্যু বরণ করায় তাঁর নামে থাকা  ৮ লাখ ২৫ হাজার টাকা বীমা পলিসির বার্ষিক প্রিমিয়াম ১ লক্ষ ৮ হাজার, ৮ শত, ৭০ টাকা প্রিমিয়াম সম্পুর্ণ মওকুপ হয়ে যায়। বীমার মেয়াদ ছিল ১১ বছর। দুই বছরের মাঁথায় তিনি মারা যান। অবশিষ্ট ৯ বছরের প্রিমিয়াম মাফ হওয়ার পাশাপাশি ছোট ছেলে মহি উদ্দিন শিক্ষা ভাতা পাচ্ছেন প্রতি বছর এক লক্ষ টাকা করে  নয় বছর। মেয়াদ শেষে পুরো বীমা অংকসহ অর্জিত বোনাস ও পাবেন। 
চেক গ্রহণের পর জনাব হেলাল উদ্দিন মেম্বার এক প্রতিক্রিয়ায় বলেন, বীমা শিল্পকে বর্তমান সরকার ঢেলে সাঁজিয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশে ২০২০ সাল থেকে জাতীয় বীমা দিবস পালন করছে। অথচ জাতীয় ব্যাংক দিবস পালিত হয় না। দেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র করার জন্য সরকার বীমাখাতকে অত্যধিক গুরুত্ব দিচ্ছে। তাই নিজ ও পরিবারের  ছেলে মেয়েদের ভবিষ্যতের আর্থিক সুরক্ষার  নিমিত্তে প্রত্যেক মানুষের জন্য বীমা দরকার।
 তিনি আরো বলেন তাঁর মরহুম বাবা বীমা সচেতন ব্যক্তি ছিলেন। তাঁর পিতার করে যাওয়া বীমার সুফল পাচ্ছেন তাঁরা। তিনি একই সাথে চার্টার্ড লাইফের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, চার্টার্ড লাইফ মানুষের মাঝে আস্হার জায়গায় সৃষ্টি করেছেন। বীমা শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারে নিরলস ভাবে কাজ করছেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.