নিউজ ডেস্ক
আগামীকাল শনিবার (১১ সেপ্টেম্বর) নির্ধারিত সময় পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পটিয়া, রামপুর, আগ্রাবাদ, বাড়বকুণ্ড ও ষোলশহরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জেনে নিন বিদ্যুৎ সরবরাহের সময় ও স্থান:
১১ সেপ্টেম্বর ২০২১
সকাল ৮টা হতে বিকাল ৪টা- বিতরণ বিভাগ পটিয়া: শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি গোমদণ্ডী ফিডার (আংশিক)।
সকাল ৮টা হতে দুপুর ৩টা- বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন ১১ কেভি শাহআমীর ফিডারের (আংশিক) আওতায় বিওসি রোড থেকে তেঁতুলতলা, তেঁতুলতলা থেকে মিয়া পুকুর পাড় পর্যন্ত এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা হতে দুপুর ২টা- বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুর এর আওতাধীন ১১ কেভি ফিডার এইচ-০৫ (আংশিক) ও এইচ-০৯ (আংশিক) এর আওতায় আর্টিলারি রোড (বিজিবি), নিউ আই ব্লক, বি ব্লক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সকাল ৬টা হতে দুপুর ১টা-বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ এর আওতাধীন ১১ কেভি ফিডার এইচ-০২, এইচ-০৩ ও এইচ- ১৫ (আংশিক) এর আওতায় বারিক বিল্ডিং মোড় হতে বিদ্যুৎ ভবন পর্যন্ত ( শেখ মুজিব রোড পূর্ব এবং পশ্চিম পাশ), বিনাগ লেইন, আর্মি এম্বারকেশন, বন্দর পোস্ট অফিস, ফকিরহাট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৮টা হতে দুপুর ৩টা- বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ড এর আওতাধীন বার আউলিয়া-বাড়বকুণ্ড ৩৩ কেভি সার্কিট-০২ এর আওতায় বাড়বকুণ্ড উপকেন্দ্রের সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ৩৩ কেভি সার্কিট-০১ এ মাধ্যমে চালু থাকবে এবং কেমিক্যাল ৩৩ কেভি ফিডারের আওতায় পি.এইচ.পি স্টিল কমপ্লেক্স এবং রয়েল সিমেন্ট লিঃ এর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা হতে দুপুর ৩টা- ষোলশহর এর আওতাধীন ষোল-০৩,০৪,০৬,০৮ এবং অক্সি-১২ নং ফিডারের আওতায় বায়েজিদ শিল্প এলাকা, কেডিএস গার্মেন্টস, ক্লিপটন গার্মেন্ট, রেনেস্কা গার্মেন্টস, এম কে স্টিল, নাঈম গার্মেন্ট, হাই ফ্যাশন, কেডিএস টেক্সটাইল, কর্ণফুলী, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেইট, ভুলিয়া পাড়া, বাথুয়া, জালালাবাদ এলাকা হতে নতুন পাড়া পর্যন্ত শিল্প প্রতিষ্ঠান সমূহ, পূর্ব কুলগাঁও, কুলগাঁও আ/এ, বালুচড়া, বালুচড়া আ/এ, কাশেম ভবন, অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন ও পাশ্ববর্তী এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।‘কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

