র‌্যাব-৭ অভিযান চট্টগ্রাম সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আঞ্চলিক কার্যালয়




মোহাম্মদ বেলাল উদ্দিন:
র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাংলাদেশ রোড ট্রান্সপার্ট অথরিটি (বিআরটিএ) এর আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম এ দূর-দূরান্ত থেকে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্ন প্রয়োজন যেমনঃ শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলী, রুট পারমিট ইস্যু ও নবায়ন, ফিটনেস নবায়ন করার নাম করে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র সরকার ঘোষিত নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ আগস্ট ২০২১ ইং তারিখ র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। সায়েদ, ২। মোঃ জসিম, ৩। মোহাম্মদ রাসেদ, ৪। মোহাম্মদ তৈয়ব আলী, ৫। মোহাম্মদ ফারুক, ৬। মোঃ মোজাম্মেল হক, ৭। মোঃ মিনহাজ উদ্দিন, ৮। অমল বিশ^াস, ৯। আমিনুল ইসলাম, ১০। আলী আজম, ১১। মোহাম্মদ মিজানুর রহমান, ১২। মোঃ ইসমাইল, ১৩। বিজয় নাথ, ১৪। মোঃ কাসেম চৌধুরী, ১৫। মোহাম্মদ সেলি, ১৬। মোঃ শাহাদাত হোসেন, ১৭। মোঃ ফারুক, ১৮। মোহাম্মদ শাফায়েত, ১৯। সাজ্জাদ হোসেন, ২০। মোখছেদুল আলম, ২১। মোঃ আকবর হোসেন’কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিআরটিএ আঞ্চলিক কার্যালয়ে আসা গ্রাহকদের বিভিন্ন সমস্যা অতি দ্রæত সমাধানের নাম করে অতিরিক্ত অর্থ আদায় ও অর্থ নিয়ে পলায়নসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে ভোগান্তি সৃষ্টি করে আসছে। উল্লেখিত দালাল ও প্রতারক চক্র সদস্যদের মধ্যে ২০ জনকে ১,৬০,৫০০ টাকা জরিমানা এবং একজনকে ০৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.