নুর মোহাম্মদ সিকদার:
নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ৮১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন।এসময় এসআই মোঃআল আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ারের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ৮১০পিস ইয়াবাসহ উক্ত পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
আটক মাদক কারবারি মাহবুবুর রহমান (৩৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকার বদরুদ্দোজার ছেলে।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

