সকল সামাজিক অপরাধ প্রতিহত করতে পুলিশকে সহযোগিতা করুন- ওসি-আব্দুল্লাহ আল মামুন




মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় কিশোর গ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধ যেমন - মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি সহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে পুলিশকে জনগণ কর্তৃক সার্বিক সহায়তার কথা বলেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গত ১৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার জোড়া এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশেকপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় আয়োজিত এক সচেতনতা মূলক সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এই দাবী জানান উপস্থিত জনতার নিকট।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু জাফর আলী, সঞ্চালনা করেন বিট পুলিশিং অফিসার এসআই মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি মেজবাউল আলম, আশেকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাগন বিশেষ করে কিশোর গ্যাংএর সুদুরপ্রসারি ক্ষতিকর ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.