চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃঃ
চট্টগ্রাম নগরীর ফয়’স লেকে ২৯০ পিস ইয়াবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে কনকর্ড এমিউজমেন্ট পার্কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে আকবরশাহ থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর চাঁদগাঁও থানার শহীদ পাড়ার আবু বক্করের ছেলে মো. বাবুল (২৮), সমশেরপাড়ার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরিফুল আলম (২৫) ও শহীদ পাড়ার মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ সাজ্জাদ (২৬)।
বিষয়টি নিশ্চিত করেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উদ্দিন আকবর।তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নগরীর ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্কের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৯০ পিস ইয়াবা।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সকলের বাড়ি নগরীর চান্দগাঁও এলাকায়। তবে তারা ইয়াবা বিক্রির জন্য আকবরশাহ্ থানা এলাকায় এসেছিল। গ্রেপ্তার সাজ্জাদকে আগেও মাদক মামলায় আটক করেছিল চান্দগাঁও থানা পুলিশ।

