আনোয়ারা উপজেলায় টিসিবির পণ্যে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছেন উপকারভোগীরা। গতকাল রবিবার বটতলী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য কিনতে গিয়ে ডিলারদের বিক্রি করা পেঁয়াজে এই চিত্র ধরা পড়ে। এতে টিসিবির উপকারভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে টিসিবির ডিলার মো. ফোরকানের সাথে কথা বললে তিনি জানান, পেঁয়াজগুলো টিসিবির চট্টগ্রাম কেন্দ্র বন্দর টিলা থেকে যেভাবে সরবরাহ করা হয়েছে সেভাবেই আমরা গ্রাহকদের মাঝে বিক্রি করছি।
জানা যায়, গতকাল রবিবার সকাল থেকে আনোয়ারা উপজেলার বটতলী ও জুঁইদন্ডী ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করেন ডিলাররা। ৪২৫ টাকা প্যাকেজ মূল্যে এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, দুই লিটার সয়াবিন ও এক কেজি মসুর ডাল রয়েছে। বিক্রি করা প্যাকেজে অন্যান্য পণ্য ঠিক থাকলেও পেঁয়াজগুলো পচা পেয়েছেন বলে অভিযোগ করেন বেশ কয়েকজন উপকারভোগী। অভিযোগের বিষয়ে জানতে সরেজমিনে বটতলী ইউনিয়ন পরিষদে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বটতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একজন কার্ডধারী জানান, তিনি যে এক কেজি পেঁয়াজ কিনেছেন তার সবই পচা।
চট্টগ্রাম জেলা টিসিবির কর্মকর্তা জামাল উদ্দিন জানান, পেঁয়াজগুলো পচা নয়, এগুলো তুরস্ক থেকে আমদানি করা হয়েছে। হিমায়িত হওয়ায় উপরের আবরণটা নষ্ট দেখাচ্ছে। দুয়েক ঘণ্টা বাতাস লাগলে পেঁয়াজগুলো ঝরঝরে হয়ে যাবে। আগামী সপ্তাহে ভারত থেকে আরো ভাল মানের পেঁয়াজ আসবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মোমিন জানান, টিসিবির পণ্যে পচা পেঁয়াজ বিক্রির বিষয়টি তদন্তপূর্বক কর্তৃপক্ষকে জানানো হবে।
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

