চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
ইং ১৮/০৮/২০২২ তারিখ ০৩.২০ ঘটিকার সময় গোপন সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী কোতোয়ালী থানাধীন তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকায় রেলওয়ে কর্তৃক উচ্ছেদকৃত খালি জায়গায় গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করতেছে। তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তাদের অবহিত করে কোতয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানের উদ্দেশ্যে রওনা হয়। ০৩.৪০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে গাঁজা ব্যবসায়ী মহিম কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতর হেফাজতে হতে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

