আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে অবৈধভাবে দখল করা ২৫০টি পাকা, আধা-পাকা বসতঘর উচ্ছেদ করেছে চসিক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, আজ দেওয়ানহাট ব্রিজ এলাকায় অবৈধভাবে দখল করা ২৫০টি আধা-পাকা বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব (পিএস) ও চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাসেম।

