চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- মো. সোহেল (২৭) ও মো. রহিম (২৬)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন ভ্রাম্যমাণ আদালতে সোহেলকে ১৫ দিন ও রহিমকে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলীর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযূষ কুমার চৌধুরী। তিনি বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ তাদের কারাগারে পাঠানো হয়।

