চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৫০০০০ হাজার পিস ইয়াবা-ট্যাবলেটসহ আটক ০১ জন।



মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৫০০০০ হাজার পিস ইয়াবা-ট্যাবলেটসহ আটক ০১ জন।


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 

 চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ)  বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয় এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস এর নেতৃত্বে, বিশেষ টিমের সদস্যরা, গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৭/২০২৩ খ্রি: নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ পুলিশ বক্স সংলগ্ন নুরু সওদাগরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০০০ হাজার পিস ইয়াবা-ট্যাবলেটসহ মোঃ সাহাব উদ্দিন প্রঃ বাবুলকে গ্রেফতার করেন।
    
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, জব্দকৃত ইয়াবা-ট্যাবলেট  গুলো কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোর্টবাড়ি এলাকা থেকে  চট্রগ্রামে বহন করে নিয়ে আসছিলো।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.